kalerkantho

বুধবার । ১৬ অগ্রহায়ণ ১৪২৮। ১ ডিসেম্বর ২০২১। ২৫ রবিউস সানি ১৪৪৩

দেশভাগের ফলে কী পেলাম কী হারালাম

মাধব রায় প্রতীক, বাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

২৬ নভেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেদেশভাগের ফলে কী পেলাম কী হারালাম

জয়া চ্যাটার্জী

১৯৪৭ সালের দেশভাগ ভারতবর্ষের ইতিহাসে এক অনন্য ঘটনা। হিরোশিমা-নাগাসাকিতে ফেলা পারমাণবিক বোমার মতোই যার প্রভাব দেশভাগের ফলে সৃষ্ট উভয় ভূখণ্ডে সুদূরপ্রসারী। দেশভাগের বিষয়টি অ্যানালিটিক্যাল কিউবিজমের মতো এখনো বাঙালিকে ঘোর লাগায়। জয়া চ্যাটার্জী তাঁর ‘দেশভাগের অর্জন : বাঙলা ও ভারত’ গ্রন্থে দেশভাগের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ফলাফল মূল্যায়ন করেছেন। ১৯৪৭-৬৭ সালে দেশভাগের ফলে পরবর্তী বিচিত্র সংকট ও রাজনৈতিক ঘূর্ণাবর্তের জটিল ইতিহাসের সংকট এই বইয়ে অত্যন্ত যত্নসহকারে উপস্থাপিত হয়েছে তিনটি অংশে। প্রথম অংশে বাংলা ভাগের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের হিন্দু ভদ্রলোক শ্রেণির দাবির রাজনৈতিক অভিসন্ধির কৌশল ও আশা-নিরাশার চিত্র দেখিয়েছেন। দ্বিতীয় অংশ দেশভাগের ফলে উভয় ভূখণ্ডে অপ্রত্যাশিত মানুষের দেশান্তর ও স্থায়ীভাবে অভিযোজিত হওয়ার লড়াই, যা অতীতের সব ইতিহাসকে নবরূপে পাঠের ইঙ্গিত দেয়। তৃতীয় অংশে দেখানো হয়েছে দেশভাগের ফলে পশ্চিমবঙ্গে কংগ্রেস রাজনীতির পতন, বিরোধীদলীয় বামপন্থী দলের উত্থান ও পশ্চিমবঙ্গে কমিউনিজমের উত্থান। এই বই পঠনের অভিজ্ঞতা না থাকলে সাম্প্রতিক সময়ে দেশভাগের ফলে সৃষ্ট সমস্যাটি কত প্রকট ও গভীর তা অনুধাবন করা কঠিন।সাতদিনের সেরা