kalerkantho

রবিবার । ২ মাঘ ১৪২৮। ১৬ জানুয়ারি ২০২২। ১২ জমাদিউস সানি ১৪৪৩

সুবর্ণ সাহস

আরিফ মঈনুদ্দীন

১২ নভেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসাহসের ঔজ্জ্বল্য প্রকাশে তুল্যমূল্য একমাত্র সোনালি উদ্ভাস

কাঙ্ক্ষিত সোপান চিহ্ন স্থিত হলে তাকিয়ে থাকে সবাই

কী আশান্বিত গৌরবে দাপাদাপি করে অযুত নিযুত হাত—

                                      হাতের সশব্দ তালি

 

খই ফুটে উপচে পড়ে—শুভ্রতায় আসে ভিন্নমাত্রা

কোথায় কোন সে অজানা জগৎ

ত্বরা করে এসে পড়ে বীরবাহু বিশাল বপু পৌরুষ এক

বিজয়ের জৌলুস জাহির করতে করতে

ঘাটে ঘাটে ঝুলিয়ে দেয় নিশান প্রমাণের স্মারক, স্মারকে

                     লেখা থাকে নাম—তারপর ইতিহাস

 

স্বর্ণমান মহিমা খোদাই হয়ে শিলালিপি—অতঃপর

আধুনিক হরফে হরফে ঢুকে পড়ে দিস্তায় দিস্তায়

রোমে রোমে গৌরব ঘোষিত সাড়া লেখা থাকে সুবর্ণ সাহসে।সাতদিনের সেরা