kalerkantho

সোমবার । ১৪ মাঘ ১৪২৮। ১৭ জানুয়ারি ২০২২। ১৩ জমাদিউস সানি ১৪৪৩

বনপথ

মুহম্মদ নূরুল হুদা

৫ নভেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবনপথ

কুঠার হাঁকাচ্ছে ঘুরে ঘুরে

বনচারী সুঠাম কাঠুরে

বৃক্ষের শরীরী সব ভার

খুলে নিচ্ছে ঘাতক কুঠার

জলাতঙ্কে ঘোর ছারখার

মাটি ও শেকড় সুরক্ষার

মানুষ পাহারা দিচ্ছে তার

হন্তারক বুনো জীবাচার

বনপথ পার হয়ে জনপদ

তাকে ঘিরে নদী কলস্বন

নাগিনী ও নাগর শ্বাপদ

তনুমনে কলাপাতারং

গিরিমাটি তাকায় অবাক

ডানা মেলে দোলে প্রজাপতি

তবলায় তক্ষকের ঢাক

ঘর করে সংসারের সতী

বনপথে

মনপথে

ঘন হয়ে আসে সব প্রাণ

দেহ শোঁকে দেহের সুঘ্রাণ

দেহ

শোঁকে

দেহের

সুঘ্রাণসাতদিনের সেরা