kalerkantho

বুধবার । ১৬ অগ্রহায়ণ ১৪২৮। ১ ডিসেম্বর ২০২১। ২৫ রবিউস সানি ১৪৪৩

মর্মসংবাদ

মতিন রায়হান

২২ অক্টোবর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকে ঘোরায় রোজ নিষেধের ছড়ি, খুঁজি অন্তরালে!

 

আমি তো বিব্রত বোধ করি! ঠোঁট থেকে খসে যায়

ঠোঁট নিমেষেই; পান থেকে চুন খসলেই যত দোষ!

আদার বেপারি ফেরি করে সোনারুপা, যেন ঘোড়ারোগ!

ও হে মিস সেন, কী কথা যে শুধালেন! কস্তুরী-মৃগমদ;

ভেসে যায় ঘর মঙ্গল আলোয়; পতঙ্গসম পুড়ছি যে

প্রতিদিন; জানালাটা খুলুন এবার : দেখুন হলুদপাখি

এক, কী সুর ভাঁজছে রূপের ছটায়! কাঁটাতার কেন

বাদ সাধে? সীমান্ত মানি না! পাখিমন উড়ে দিগন্তে

রোদ্দুরে, সফেন সমুদ্র ভাঙে ঢেউ; শেওলা-জীবনে

স্বস্তি নেই! নেই শঙ্খ-সুর! ওরা কারা, মাস্টারমশাই?

সমুদ্র নাচায় সিগালসদৃশ! মুখে নাম নিতে নেই!

নিলাম না হয়! দরোজাটা খুলুন তাহলে, একটু জিরোই!

লেমনেড চলতেই পারে; হতে পারে হৃদয়-চিয়ার্স!

বকা দেবেন তো? দিন। তবে ঢেউ উঠুক হৃদয়-পালে!

 

কে ঘোরায় রোজ নিষেধের ছড়ি, খুঁজি অন্তরালে!সাতদিনের সেরা