kalerkantho

সোমবার । ৯ কার্তিক ১৪২৮। ২৫ অক্টোবর ২০২১। ১৭ রবিউল আউয়াল ১৪৪৩

শব্দকথা

বিশ্বজিৎ ঘোষ

১৭ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঅনুভূমিক

বিশেষণবাচক ‘অনুভূমিক’ শব্দটি সংস্কৃত ভাষা থেকে আগত। এর অর্থ—ভূপৃষ্ঠের সঙ্গে সমান্তরাল, সমান্তরাল (Horizontal)। শব্দটির গঠনরূপ এ রকম : [অনুভূমি+ক=অনুভূমিক]। শব্দের শেষে ‘ক’ প্রত্যয় যুক্ত হলে আদিস্বরের কোনো পরিবর্তন হয় না। ‘ইক’ (ষ্ণিক) প্রত্যয় যুক্ত হলে আদিস্বরের বৃদ্ধি ঘটে। যেহেতু ‘অনুভূমি’ শব্দের সঙ্গে ‘ক’ প্রত্যয় যুক্ত হয়েছে, তাই আদিস্বরের ‘অ’ ‘অ’-ই থাকবে। অনেকে ‘অনুভূমি’র সঙ্গে ‘ইক’ যুক্ত হয়েছে মনে করে শব্দটিকে ‘আনুভূমিক’ বানিয়ে দেন। কিন্তু তা ভুল, শুদ্ধ শব্দ ‘অনুভূমিক’।সাতদিনের সেরা