kalerkantho

রবিবার । ১ কার্তিক ১৪২৮। ১৭ অক্টোবর ২০২১। ৯ রবিউল আউয়াল ১৪৪৩

শরতের সকালের মতো

সোহরাব পাশা

১৭ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেশরতের সকালের মতো তার চোখ

বুঝেছিল গোধূলির ভাষা

আকস্মিক উন্মোচনে কিভাবে যেন সে

জেনেছিল না বলা ভাষার অনুবাদ

দহনের মনস্তাপ

 

এই প্রাচীন পৃথিবী থেকে ক্রমশ ভাঙছে স্বপ্ন

সৌন্দর্যের; রাত্রিগুলো বিষণ্ন বিনিদ্র হচ্ছে আর

দীর্ঘ হচ্ছে মানুষের ক্লান্ত দীর্ঘশ্বাস;

সময় ফুরিয়ে যাচ্ছে মগ্ন সান্নিধ্যের

সব মানুষের উচ্চারণের ভেতর ব্যবচ্ছেদ

বেড়ে যাচ্ছে বাসনার

 

গভীর গোপনে ছিঁড়ে যাচ্ছে প্রতিশ্রুতির শেকড়

ফেরানো যাচ্ছে না মুগ্ধ ইচ্ছের দুপুর

হরিৎপাতার ফাঁকে ডেকে ওঠে জন্মান্ধ কোকিল

বাজে দহনের বাঁশি মর্মমূলে বিহ্বল মূর্ছনা

অনন্ত বেদনা জাগে

অস্পষ্ট ছায়ার মতো ছেঁড়া ছেঁড়া মেঘ উড়ে আসে

কেউ কি কোথাও জানালায় চেয়ে আছে খুব একা

কেন এই একলা জীবন!সাতদিনের সেরা