kalerkantho

রবিবার । ৪ আশ্বিন ১৪২৮। ১৯ সেপ্টেম্বর ২০২১। ১১ সফর ১৪৪৩

সক্রেটিস

নিলয় রফিক

৩০ জুলাই, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেগ্রিসের শহরে মাঠে অভিযোগে সত্তরে বয়েসি

বিদ্বানের মুখরিত দরবার চরিত্রে দুর্নাম

আলোর মিছিলে ঝড়, সূর্যদ্বীপ নীরবে নজর

জুরির সামনে মুখ ঈশ্বরের ভোটের বিচার।

 

প্রহসনে অপরাধী প্রশ্নের সম্মুখে শাস্তি চাও?

নিজের সত্যের দিব্যে, মিথ্যার কালিমা কেন নেব

পিঁপড়ার মুদ্রাতলে মেজবানে ভোজের আমেজ

লজ্জায় ঢেকেছে দেহ, মৃত্যুদণ্ড আদেশ সহজ।

 

অন্দর পাঁজরে ঢেউ উপযুক্ত মুদ্রারূপা দিও

রথের জোয়ারে ভাটা, নামঞ্জুর জামিন প্রার্থনা

অন্ধজালে সক্রেটিস ধ্যান শেষে বিষের পিয়ালা

নিভৃতে অক্ষরে কাঁদে ইতিহাস, জঘন্য বেদনা।