kalerkantho

শুক্রবার । ৬ কার্তিক ১৪২৮। ২২ অক্টোবর ২০২১। ১৪ রবিউল আউয়াল ১৪৪৩

দুটি কবিতা

শিহাব সরকার

১৬ জুলাই, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেদুটি কবিতা

অমানিশা

কোরো না যেন হাঁটাহাঁটি আর আমাদের

গলির রাস্তায়

দ্যাখো না আমাকে

ধুঁকছি যে খাদের কিনারে, গলির পাশটায়।

হাওয়ায় মিশে আছে যম

কোথায় পালাব, ভালো আছ ফেসবুকে

বুঝছ না চারদিকে কী রকম

অমানিশা? ঘরে থাকো, মৃত্যু তোমার ডাইনে

আজ সে ভুখা যাবে না, দেবে কেস ঠুকে।

 

আবার জ্বর, কালো থাবা অনলাইনে।

         

ডোম বোঝে না

ঘুমাও তুমি, ঘুমাও এখন প্রাণের প্রিয়তম

আসতে তোমায় হবেই হবে, সম্ভাবনা হোক না ক্ষীণতম

 

পঙক্তিগুলোর মর্মকথা লিখিও কালে কালে

দৈব খাতায়, গুপ্তগাঢ় রংমাখা পেনসিলে

যাতে আমি ইচ্ছে হলেই রাবার ঘষে ঘষে

মুছতে পারি দীর্ঘশ্বাসে খাওয়া

যন্ত্রণা আর অসার যত চাওয়া এবং পাওয়া।

 

ডাইনে-বাঁয়ে দুর্ভাগাদের বুকটি ফাটে

এক রত্তি বাতাস চাই ফুসফুসের এই বদ্ধ কুয়াটায়

চোখ বুজেছি মধ্যরাতে, সকালবেলা ডোমে কাটে,

আড়াআড়ি বুকটি ফাঁড়া। দেখছে ওরা ঘোর-লাগানো নেশায়—

 

বুকের ভিতর, প্রিয়তম, থাকল তোমার গুপ্তলিপি

ব্রাহ্মী কিংবা বাংলা বলো, পড়তে হলে খুলিও ছিপি

ভোরের বেলা উঠল জেগে মৌমাছিরা গুঞ্জরিয়া,

ডোম বোঝে না হচ্ছেটা কী, পানপাত্রে ভিজছে হিয়া।সাতদিনের সেরা