kalerkantho

শুক্রবার । ১৫ শ্রাবণ ১৪২৮। ৩০ জুলাই ২০২১। ১৯ জিলহজ ১৪৪২

সোনা দিঘির ঢেউ

রহমান মুজিব

২৫ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকোথায় যাও

তোমার শাড়িতে নাচছে সোনা দিঘির ঢেউ

পায়ের ছাপে জমা উপকূল ভাঙার বিনাশ

 

মেঘপাখি-রাতের শরীরজুড়ে ফুটে আছে

তিমিরের ফুল, অরণ্যের মর্মে ঝুলছে—

অনুগত ছায়ার রিমান্ড

 

সোনা দিঘির ঢেউ, জানো কী

শাড়ির পাড়ে এঁকেছে সে রাতকানা ধীবরের নদী

নদীরা শৈশবের মুখরা মেয়ে, ভাঙনের রাগ

ভেঙে ভেঙে শিল্প করে বুকের ভূ-ভাগ