kalerkantho

সোমবার । ৭ আষাঢ় ১৪২৮। ২১ জুন ২০২১। ৯ জিলকদ ১৪৪২

মনে পড়ে

শাহীন রেজা

১১ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনৈঃশব্দ্যকে ভেঙে দিয়ে তুমি যেদিন এরোপ্লেন হয়ে আকাশ কাঁপালে,

আমি কিন্তু সেদিনই মেঘ নামিয়ে এনে ভিজেছিলাম মহুয়াবর্ষায়।

মনে পড়ে যায় তোমার গোপনে কত দীর্ঘ হয়ে উড়েছিল সুখ,

পাতায় পাতায় জমানো শীৎকারে চাপা পড়ে গিয়েছিল শ্রাবণের তীব্র নিঃশ্বাস,

ডুবে যাওয়া রাতে কামিনীকে ম্লান করে জ্বলে উঠেছিল বীর্যের ঘ্রাণ।

মনে পড়ে তোমার আঁচল খসানো দিনে কী অদ্ভুত সর্বনাশ নেমে এসেছিল ঠোঁটের দাওয়ায়

তুমি ডানাকাটা রোদ হয়ে উড়ছিলে নীলের গিরিতে

আর মহুয়া-বেহুঁশ আমি বেদনার ঢালে।

 

মনে পড়ে খুব মনে পড়ে

সময় এখন যেন শুধু গুপ্তচর।