kalerkantho

সোমবার । ৭ আষাঢ় ১৪২৮। ২১ জুন ২০২১। ৯ জিলকদ ১৪৪২

অন্য বাড়ির গল্প

সোহরাব পাশা

১১ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঅমীমাংসিত বিরহী কুসুম

হারানো গানের মায়া

নিঃসঙ্গ পিয়ানো

সন্ধ্যার মলিন কার্নিসে ঝুলে থাকা

কয়েক টুকরো মেঘ

 

অর্থের বিভ্রম-পাতার আড়ালে

বিধবার শাড়ির জোনাকি

নির্জন গন্দম

পুরোন চিঠির শব্দ

নিদ্রিত ঈর্ষা

কবন্ধ ছায়ার কোলাহল

 

ভালোবাসা একা বাঁচে

সবুজ বৃষ্টির রোদ

অর্জুনগাছের নিচে হারানো দুপুর

প্রসন্ন ঘ্রাণের আলো

সুন্দর ভাঁজ করা না ফেরাগুলি

অন্য বাড়ি-গভীর গোপন।