kalerkantho

বৃহস্পতিবার । ১০ আষাঢ় ১৪২৮। ২৪ জুন ২০২১। ১২ জিলকদ ১৪৪২

নিখাদ প্রেমের গল্প

নাজমুল হোসেন, ঢাকা

৭ মে, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনিখাদ প্রেমের গল্প

‘দেশে বিদেশে’, ‘জলে ডাঙায়’, ‘চাচা কাহিনী’, ‘শবনম’সহ সৈয়দ মুজতবা আলীর অনেক বই পড়েছি। ‘প্রেম’ সৈয়দ মুজতবা আলীর মৌলিক বই নয়, অনুবাদ। বইটির আসল নাম ‘মতসেনস্ক জেলার লেডি ম্যাকবেথ’, লেখক নিকোলাই সেমোনোভিচ লেসকভ। একজন নিঃসঙ্গ ও নিঃসন্তান নারী কাতেরিনা ও তার স্বামীর কেরানি সের্গেইয়ের মধ্যকার সম্পর্ক নিয়েই আবর্তিত হয় কাহিনি। শুধু শারীরিক সম্পর্ক নয়, এটা নিখাদ প্রেমের গল্প। কাতেরিনা সের্গেইকে পাওয়ার জন্য স্বামী ও শ্বশুরকে খুন করে। এরপর প্রেমিকের প্ররোচনায় সম্পত্তির লোভে এক শিশুকে খুন করার অপরাধে তাদের নির্বাসনদণ্ড হয়। নির্বাসনে থাকাকালীন সের্গেই অন্য এক মেয়ের প্রেমে পড়ে। এটা জেনেও কাতেরিনা চুপ ছিল। কাতেরিনা সের্গেইকে এতটাই ভালোবাসত যে সে কোনো অবস্থায়ই তাকে কষ্ট দেয়নি। গল্পের শেষে সে সের্গেইয়ের নতুন প্রেমিকাকে নিয়ে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। প্রেমিকের প্রতারণার প্রতিশোধ না নিয়েই শেষ পর্যন্ত সে প্রেমিকের প্রতি বিশ্বাসী ছিল এবং তেমন কিছু প্রত্যাশা না করেই সে ভালোবেসে গেছে।সাতদিনের সেরা