kalerkantho

বুধবার । ২৯ বৈশাখ ১৪২৮। ১২ মে ২০২১। ২৯ রমজান ১৪৪২

স্পর্শের আড়ালে

বাবুল আনোয়ার

২৩ এপ্রিল, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেজন্মান্ধ দু’চোখে তবু তোমাকেই দেখি

অনুভবের বিমল দরোজায়

নৈঃশব্দ্যের কোলাজ স্পর্শে

সবুজ মাঠের শান্ত অজর বাতাস

চোখের গভীরে জমানো অন্ধকার

স্পর্শ করে না তোমাকে কিছুই।সাতদিনের সেরা