kalerkantho

শনিবার । ২৫ বৈশাখ ১৪২৮। ৮ মে ২০২১। ২৫ রমজান ১৪৪২

আঙুলে আঙুল বোনা জাল

রওশন রুবী

১৬ এপ্রিল, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেতুমি বলতে আঙুলে আঙুল বোনা জাল

কিছু অনুভব, একটা বারুদ ছাড়া জানি না কিছুই;

অন্তিম শ্বাস ফেলে এই প্রান্তরে সেই বারুদ চলে গেছে

কামানধারীর গাড়িতে, ঘুমিয়ে পড়েছে

গাঢ় ফুলের রং মেখে ধূলিকণায়; যাকে আর দেখিনি কখনো।

 

তুমি বলতে আমিময় স্বাধীনতাজুড়ে নিস্তব্ধতার

গভীরে অবগাহনের তরঙ্গ, কখনো কখনো আধুলিতে

কিনে দেওয়া আমাকে তোমার সবচেয়ে বড় ভুল।

কনকচাঁপার হলুদ জামা গায়ে উড়ে যাচ্ছে

টুকরো টুকরো স্মৃতির রোদে ভেজা আমার সকাল

কেটে নিচ্ছে শিমুলরঙা ইচ্ছের অগণিত তলোয়ার।

 

তুমি বলতে আমার বোধের মধ্যে গেঁথে থাকা

বিপুল আয়াতের তরজমা, তিল তিল করে খসে পড়া

পলেস্তারায় বিমূর্ত পড়ে থাকা পরিত্যক্ত হাহাকার।সাতদিনের সেরা