kalerkantho

শুক্রবার । ৩ বৈশাখ ১৪২৮। ১৬ এপ্রিল ২০২১। ৩ রমজান ১৪৪২

মনের মিনারে

পিয়াস মজিদ

৫ মার্চ, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেস্বপ্নের ভেতর তুমি কতবার বদল করো স্ট্রাকচার!

দিনমান জেগে থাকা তো

নাইট সুগারশপে

একঠায় দাঁড়িয়ে দেখা লেবুবাগানের মেহনত।

বাইবেল বিবরণে ভরা দীপবৃক্ষের;

সুসমাচার পেতে হলে

যেতেই হবে

তামসী-তারার কাছে। 

সে-ই তো একমাত্র

জানতে পারে,

কালো কেশবাহারের ভিড়ে

কোথায় আমার তুমি,

নীল নাশকতা,

ন্যাড়াকুন্তলা?

মন্তব্য