kalerkantho

শুক্রবার । ৩ বৈশাখ ১৪২৮। ১৬ এপ্রিল ২০২১। ৩ রমজান ১৪৪২

শব্দকথা

বিশ্বজিৎ ঘোষ

২৬ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঅধীনস্থ

সংস্কৃত ‘অধীন’ শব্দটি বিশেষণবাচক। এর গঠনরূপ এ রকম : অধি+ইন=অধীন। শব্দটির অর্থ—আশ্রিত, বশীভূত, আয়ত্ত, অন্তর্গত, অনুগত, অন্তর্ভুক্ত ইত্যাদি। শব্দটি যেহেতু নিজেই বিশেষণ, তাই এর সঙ্গে ‘স্থ’ যুক্ত করে পুনরায় বিশেষণ করার দরকার নেই। অধীনস্থ বাহুল্য দোষে দুষ্ট। অধীন শুদ্ধ শব্দ—কোনো অভিধানেই ‘অধীনস্থ’ শব্দ নেই।

মন্তব্য