বলাৎকারে তা-ও তো সালিস বসে
বিচার হোক না হোক, লোকে জানে
সম্ভ্রম হারিয়েছে কেউ
সন্দিগ্ধের দিকে পড়ে ঘৃণার চাবুকে দৃষ্টি
সুনাব্য নদী ভেবে যে নারীর হৃদয় নিয়ে গেছে কেউ
তার বিতং কে শোনে?
প্রেমিকা নয়, সেঁজুতি হয়েছি
মাকাল প্রেম বুকে ধরে একচামচ কুয়াশা পান করি
মাঘী পূর্ণিমায়, নেড়িকুত্তার মতো খিস্তি তুলে
বঞ্চব করি রাত।
মন্তব্য