kalerkantho

সোমবার । ২৩ ফাল্গুন ১৪২৭। ৮ মার্চ ২০২১। ২৩ রজব ১৪৪২

কাটেনি হাজার বছরের পুরনো অন্ধকার

শাফিউল হাসান সৌরভ, সরকারি শাহ সুলতান কলেজ, বগুড়া

২২ জানুয়ারি, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকাটেনি হাজার বছরের পুরনো অন্ধকার

কলেজ বন্ধ। এই অবসরে আমাদের আলোর ভুবন পাঠাগার থেকে নিয়ে বেশ কিছু বই পড়েছি। এর অন্যতম জহির রায়হানের বিখ্যাত উপন্যাস ‘হাজার বছর ধরে’। উপন্যাসটিতে লেখক তুলে ধরেছেন যুগ-যুগান্তরের গ্রামীণ জীবনের চিত্র। যৌথ পরিবারের আনন্দ-বেদনার কাহিনি, যেখানে জীবিকার তাগিদে নারী-পুরুষ সবাইকে হাড়ভাঙা পরিশ্রম করতে হয় তবু ভাগ্যের বদল ঘটে না। শিকদারবাড়ির বুড়ো মকবুল, আমেনা, ফাতেমা, টুনি, মন্তু কিংবা আম্বিয়াদের লড়াই যেন অন্তহীন। আছে নানা ধরনের কুসংস্কার, ধর্মীয় গোঁড়ামি আর বিধি-নিষেধের বেড়াজাল। নারীদের অসম্মান, সামাজিক কুসংস্কারের কথা, এমনকি বাদ যায়নি বউ পিটিয়ে মেরে ফেলার মতো অপ্রত্যাশিত সব ঘটনাও। উপন্যাসটিতে লেখক যেন আমাদের চারপাশের সামাজিক বাস্তবতা তুলে ধরেছেন।   প্রকৃতিতেও পরিবর্তন আসে। শুধু পরিবর্তন আসে না অন্ধকার, কুসংস্কারাচ্ছন্ন গ্রামবাংলার আচলায়তন সমাজে। সে কারণে লেখককে বলতে হয়, ‘রাত বাড়ছে, হাজার বছরের   পুরনো সেই রাত।’

মন্তব্যসাতদিনের সেরা