kalerkantho

সোমবার । ২৩ ফাল্গুন ১৪২৭। ৮ মার্চ ২০২১। ২৩ রজব ১৪৪২

২০২১ সালে বসে ১৯১৬-র জাপানকে দেখছি

প্রিয়াংকা বিশ্বাস, পলাশপোল, সাতক্ষীরা

২২ জানুয়ারি, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে২০২১ সালে বসে ১৯১৬-র জাপানকে দেখছি

১৯১৬ সালে জাপানে গিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। সেই ভ্রমণের গল্প নিয়েই লেখা ‘জাপান যাত্রী’। এখানে শুধু তাঁর বিচিত্র জীবনাভিজ্ঞতায় নয়, জাপানের সংস্কৃতি, রাজনৈতিক, আর্থ-সামাজিক প্রেক্ষাপটসহ পাশ্চাত্যের সঙ্গে প্রাচ্যের তথা জাপানের বৈষম্যও তুলে ধরেছেন। শুধু পর্যটক হিসেবে নন, বইজুড়ে তিনি আছেন নানা রূপে, নানা ভূমিকায়। কখনো তিনি প্রকৃতির উপাসক, প্রেমিক, কখনো কবি আবার কখনো বা দার্শনিক কিংবা সমালোচক। এখানে আমরা ব্যক্তি রবীন্দ্রনাথকে আটপৌরে সহজ এক যাত্রীরূপে আবিষ্কার করি। এই যাত্রীর আড়ালেই আছেন দার্শনিক রবীন্দ্রনাথ। দেশ দেখার নিমিত্তে ধারণ করেছেন আত্মদর্শন। বইয়ের কিছু বিষয় মনকে দারুণভাবে আলোড়িত করেছে; যেমন—জাপানিদের ইকেবানা, অতিথিপরায়ণতা অর্থাৎ একবাক্যে বলতে গেলে তাদের পুরো জীবনযাত্রাই একটি শিল্প। বইটি আমাকে অন্য রকম অনুভূতির মায়ায় আচ্ছন্ন করে রেখেছিল, অনেকটা টাইম ট্রাভেল ফ্যান্টাসিময়, যেন ২০২১ সালে বসেও ১৯১৬-র জাপানকে দেখছি। এটাই তো পাঠকের সুখময় প্রাপ্তি।

মন্তব্যসাতদিনের সেরা