ফোকর সেঁধিয়ে আলো গলে গেল, জাল ফেলেছিল সহিষ্ণু দুপুরে
্তুসুতার বর্গা হতে লালবুটি কাঁকড়ার আত্মঘাতী লাশ ঝুলে থাকে
তাচ্ছিল্যের তরল ত্বরায় সহস্র খোলা ছিদ্রে লাফ দেয় জল
সন্ধ্যার বন্ধ্যা শাপ, মাছেরা কাল পূর্ণাঙ্গ পূর্ণিমা খুঁটেছে
সনির্বন্ধ ডেকে নিল অপয়া সমুদ্র তার নুনের বুননে?
ফুরোয় পিদিমের তেল, ও অভাগা, এখনো দাঁড়িয়ে তুই কৃপণ কিনারে?
যারে ফিরে, মাছ আর পাবিনে অবুঝ!
সাঁঝের সফেদ সন্ত্রাস মেখে দাওয়ায় দণ্ডবৎ বসে জেলেবৌ
চেয়ে আছে নদীমুখো প্রান্তরে পাতাহীন মাছেরই চোখে,
জ্যোত্স্না ঢেলে ফাত্নার চমক ঝিলিক চাঁদ গড়ে এলানো চুলে
অস্পষ্ট জলের দাগ শরীরে কোথাও, ঘুমের ঝাপটা দুই কাঁটার মাস্তুলে।
মাছের ঠিকানা ছেড়ে অস্থানে জাল ফেলে চলেছে পাগল
রাত বাড়ে, জল ছাপে, না মাছের ধীবর দেখা, ধীবরের মাছ।
মন্তব্য