kalerkantho

মঙ্গলবার। ৫ মাঘ ১৪২৭। ১৯ জানুয়ারি ২০২১। ৫ জমাদিউস সানি ১৪৪২

বিষাদ তারা

মেঘ অদিতি

৪ ডিসেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবিষাদ তারাদের হঠাৎ ঝিকিমিকি

বাকলে লেখা নাম ঠিকরে ওঠে জ্বলে

আয়ুর বর্ণিল মৃত্যু চিনেছ কি!

 

নিঝুম বিকেলের ডানায় লিখে রাখি

আবছা সেই মুখ চোখের রেখা নীলে

বিষাদ তারাদের হঠাৎ ঝিকিমিকি 

 

পুরনো টানেলের ভিতরে নানা বাঁকে

গোপনে ধূলিবাস নিয়েছ বহু ছলে

আয়ুর বর্ণিল মৃত্যু চিনেছ কি! 

 

তিনিশ গাছেরাও জেনেছে কথা বাকি

আড়াল হলে তুমি কুহেলি ঢেকে নিলে

বিষাদ তারাদের হঠাৎ ঝিকিমিকি 

 

তীয়রে ওঠে সুর মর্মে জ্বালা সেকি

ছলকে পড়ে ঘুম আদিম তরুমূলে

আয়ুর বর্ণিল মৃত্যু চিনেছ কি! 

 

থেকেছ দূরে দূরে হাসিও ছিল মেকি

জানি না চুপচাপ কতটা উড়ে এলে

বিষাদ তারাদের হঠাৎ ঝিকিমিকি

আয়ুর বর্ণিল মৃত্যু চিনেছ কি?

 

মন্তব্যসাতদিনের সেরা