kalerkantho

মঙ্গলবার। ৫ মাঘ ১৪২৭। ১৯ জানুয়ারি ২০২১। ৫ জমাদিউস সানি ১৪৪২

তবু কেউ

মাকিদ হায়দার

৪ ডিসেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঅনুশোচনা ছিল না, ছিল ভুল সমুদয় নিয়ে।

প্রাপ্তি স্থির ছিল মুগ্ধ দৃষ্টি জুড়ে

গহিনে গহনে।

বলেছিল ‘ভুল’

চলো যাই দেখে আসি তাকে

পথে বসে আছে

যেতে হবে সাথে।

গিয়ে দেখি অনুশোচনা দাঁড়িয়ে আছে

মলিন ভূষণে।

আমাদের দুজনার চেনাজানা খুব

তবু কেউ কোনো কথা

বলিনি সেদিন

আমরা দুজনে।

উভয়ের ভিজেছিল চোখ

আষাঢ় শ্রাবণে।

 

মন্তব্যসাতদিনের সেরা