সুঁই আঁকা লাল আর সুতো খোলা ততো কালো
ছবিটিতে আর কিছু নেই যা ফুটতে পারে
যতোই কেন রঙের মধ্যে হাঁটা
ভালো জানতেন মুর্তজা বশীর
আত্মহত্যা কী জাপানি ছাতার বাঁট
চট্টগ্রামের পাহাড় কিন্তু ওষ্ঠ জানে ভালো
তুলির মাথায় বর্ষা এলে জোর
এলোমেলো মনোহর
কাছের একটা নকশা চোখে পড়ে
দূর অতীতে কোন কবিতার ছলে
পাখি এবং আয়না রাখা মায়ায়
ভোর ফোটে না যতোই সূর্য ওঠে
খালি পায়ে ছবির হাঁটাহাঁটি
পোলো গ্রাউন্ড যখন জিম্মাদার
শীতের কড়া রেলবাড়িতে নড়ে
আলট্রামেরিন ওড়ে
এখনো দেখি পিঁপড়েরা লাল হাঁটে
এখনো বহু শিশির ভরা দোপাটিতে রাত
এখনো তাহার নানান কালোর নানান বর্ণপাঠ
এখনো দারুণ মুদ্রাসকল
এখনো পৃথক পাথরখণ্ড
এখনো বিশাল ভাষার চিত্র
বিষয়-বিনয় মূলভূমিতে ঠাসা
এখনো ভালোবাসা
মন্তব্য