নতুন স্বাভাবিক সময়ের সঙ্গে খাপ খাইয়ে চলার চেষ্টা করছি। বই বিক্রিও আগের চেয়ে কমেছে। গেল কয়েক মাসে নতুন বই প্রকাশ করিনি। এখন পুরোদমে বইমেলার প্রস্তুতি চলছে। আমরা সাধারণত গল্প-উপন্যাসের চেয়ে বিষয়ভিত্তিক বইকে প্রাধান্য দিয়ে থাকি। বহু বছর ধরেই একুশে বইমেলা আমাদের জাতীয় উৎসাহ ও চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছে। তবে অন্যান্যবারের চেয়ে এবারের মেলা দুটি ভিন্ন প্রেক্ষাপট সামনে রেখে অনুষ্ঠিত হবে। একদিকে চলমান মহামারি, অন্যদিকে আগামী বছর আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। তবে মানুষ তো থেমে থাকে না। আগামী মেলায় বেশ কিছু গুরুত্বপূর্ণ বই বের করতে যাচ্ছি। এর মধ্যে আবদুল গাফ্ফার চৌধুরীর মুক্তিযুদ্ধভিত্তিক বই ‘নিরুদ্দিষ্ট নয় মাস’, মুনতাসীর মামুনের ঢাকা নিয়ে লেখা ‘পলটন’ ছাড়াও আরো কিছু উল্লেখযোগ্য বই আছে। এ ছাড়া ভাষা আন্দোলনের ওপর লেখা বদরুদ্দীন উমরের ‘পূর্ব বাঙলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি’, ‘মুক্তিযুদ্ধ সমগ্র’, ‘আমাদের মুক্তিযুদ্ধ’, ‘বাংলাদেশের সাংবিধানিক ইতিহাস’, ‘স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস’ বইগুলো পুনর্মুদ্রণ করব।
অনুলিখন : পিন্টু রঞ্জন অর্ক
মন্তব্য