kalerkantho

সোমবার। ৪ মাঘ ১৪২৭। ১৮ জানুয়ারি ২০২১। ৪ জমাদিউস সানি ১৪৪২

গিরিখাদ

ফারুক আহমেদ

২৭ নভেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেহ্রদের মতো শান্ত, টলোমলো চুমু তুমি

তুমি সবুজ আচ্ছাদনের বাহুডোর

এবং সবুজাভ স্নিগ্ধতার দীর্ঘ এক ঋতু।

গভীর আনন্দখাতে ডুবে গিয়ে ভাবি,

তোমার ভেতর আছে অনেক আনন্দের গলিপথ,

আছে আবেশ এবং ভালোবাসার এক বিরাট গিরিখাদ;

তুমি সেখানে নিয়ে গিয়ে আমাকে স্পর্শ-প্রার্থনায়

পরিণত করো ঋষিতে, করে দাও সাধক।

তখন মনে হয়, জীবনের নাম গিরিখাদ;

জীবন তোমার চুলের বিছানো সবুজ ঘাসের বিন্যাসে

ঘষে ঘষে হীরার মতো জ্বলতে থাকুক।

 

আমাদের কিছু কথা থাকবে

যারা কখনই আমাদের কাছে আসবে না;

আমাদের কিছু দায় থাকবে

তা কখনই রাষ্ট্রের মতো স্বীকার করবে না।

আমাদের কিছু প্রতিশ্রুতি থাকবে

তা কখনই গরিবের বাড়িতে যাবে না।

তবু আমরা একটি তীব্র ঘটনা হয়ে

যেতে থাকব আশ্বিনের জ্যোত্স্নার তীরে।

 

দেখো জীবন যেমন অগোছালো, কবিতাও তেমন

সে মাথায় করে একটি রাষ্ট্রের দায় নিয়ে গিয়ে

একটি চুমুর কাছে সমর্পিত হয়।

সুতরাং তুমি আবেশ এবং ভালোবাসার এক বিরাট গিরিখাদ

এর বাইরে কোনো কথা আর জ্বলছে না।

মন্তব্য