kalerkantho

শুক্রবার । ১২ অগ্রহায়ণ ১৪২৭। ২৭ নভেম্বর ২০২০। ১১ রবিউস সানি ১৪৪২

শব্দকথা

বিচারিক

বিশ্বজিৎ ঘোষ

৩০ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে‘বিচার’ সংস্কৃত শব্দ। ‘বিচার’ শব্দের শেষে ‘ইক’ প্রত্যয় যুক্ত করলে পাওয়া যায় বৈচারিক শব্দ। যেমন বিকাল+ইক = বৈকালিক, বিমান+ইক = বৈমানিক, বিজ্ঞান+ইক = বৈজ্ঞানিক। তেমনি বিচার+ইক = বৈচারিক। ‘ইক’ প্রত্যয় যুক্ত হলে আ-কার ভিন্ন অন্যত্র শব্দের আদিস্বরের পরিবর্তন ঘটে। সে সূত্রে বিচারের ‘বি’ আদিস্বর হয়ে যাবে ‘বৈ’। কিন্তু বাংলাদেশে অবলীলায় চলছে ‘বিচারিক’ শব্দ। ব্যাকরণ অনুসারে শব্দটি কিছুতেই ‘বিচারিক’ হতে পারে না। হবে ‘বৈচারিক’। সবাইকে বিষয়টি ভেবে দেখার আহ্বান জানাই।

মন্তব্যসাতদিনের সেরা