kalerkantho

বৃহস্পতিবার । ১১ অগ্রহায়ণ ১৪২৭। ২৬ নভেম্বর ২০২০। ১০ রবিউস সানি ১৪৪২

এভাবে

পিয়াস মজিদ

২৩ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবাগান, ঘুমের গুচ্ছ;

ফুলের ঘনতায়

ভোর ভেঙে যায়।

নিশিনাট্য, স্বপ্নের মহড়া

আমার ওপর

অতর্কিতে হামলে পড়া,

আমি এক কুশীলব অসহায়;

তেলরং জলনদী বয়ে যায়

মিশ্রমাধ্যম হেমন্ত-রাস্তায়।

আমাদের প্রাচীন প্রেম

ওই গাছে গাছে,

মরেটরে ভূত হয়ে গিয়ে

সবুজের রূপ ধরে আছে।

ভোরের মায়াবৃক্ষ

রাতের জীবনে হেলে যায়,

ছায়ালু রোদের অলীকে

আমি তবু আগুনে

শীতল বসে বসে,

পুড়ে ছাই স্মৃতির পাহারায়।

মন্তব্যসাতদিনের সেরা