kalerkantho

শনিবার । ১৩ অগ্রহায়ণ ১৪২৭। ২৮ নভেম্বর ২০২০। ১২ রবিউস সানি ১৪৪২

শব্দকথা

বিশ্বজিৎ ঘোষ

২৫ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেজন্মজয়ন্তী

 

‘জন্মজয়ন্তী’ শব্দের ব্যবহার এত বেশি যে এই অপ্রয়োগটাই শুদ্ধ প্রয়োগ বলে মনে হতে পারে। ‘জয়ন্তী’ শব্দের মাঝেই আছে জন্ম-প্রসঙ্গ; তাই ‘জয়ন্তী’র পূর্বে ‘জন্ম’ শব্দের প্রয়োজন পড়ে না। ‘জয়ন্তী’ শব্দের অনেক অর্থের একটা হলো জন্মোৎসব, কোনো ব্যক্তির জন্মতিথি উপলক্ষে উৎসব। জন্মজয়ন্তী শব্দটা বাহুল্যদোষে আক্রান্ত। অতএব, ‘ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিশততম জন্মজয়ন্তী’ না বলে আমরা বলব ‘ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিশততম জয়ন্তী’। কিংবা লিখব—‘আজ রবীন্দ্রজয়ন্তী’ অথবা ‘আগামীকাল নজরুলজয়ন্তী’।

মন্তব্যসাতদিনের সেরা