kalerkantho

মঙ্গলবার । ১১ কার্তিক ১৪২৭। ২৭ অক্টোবর ২০২০। ৯ রবিউল আউয়াল ১৪৪২

অনির্বচনীয়

মারুফুল ইসলাম

২৫ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেওই শোনো, ওরা সকলেই ভালোবাসার কথা বলে

 

সুদর্শন সূর্যের দিকে সরু ঠোঁট তুলে

দুপুরের দোয়েল বলে, ভালোবাসি

পুবের পুকুরে কালবোশেখি ঝড়ের তোড়ে ভাসতে ভাসতে হাসতে হাসতে

সাদা শাপলা বলে, ভালোবাসি

 

ভাওয়ালের বনে ভারাক্রান্ত বৃক্ষে ঝুলে থাকা

জ্যৈষ্ঠের কাঁঠাল বলে, ভালোবাসি

ফাল্গুনে মুকুলের গন্ধে বাতাস বেঁহুশ করা

আমগাছ বলে, ভালোবাসি

 

পদ্মার উজান ঠেলে সাঁতরে আসা

চকচকে ইলিশ বলে, ভালোবাসি

মেঘনার জলে মহানন্দে ডিগবাজি খেয়ে স্বচ্ছন্দ শুশুক বলে, ভালোবাসি

ভরা ভাদ্রের ঢলে দেহকল্লোলে টলটলে

অথই যমুনা বলে, ভালোবাসি

 

গোলপাতার ফাঁকে সুডৌল মুখ বাড়িয়ে সুন্দরবনে

রয়েল বেঙ্গল টাইগার বলে, ভালোবাসি

কেওক্রাডংয়ের উত্তুঙ্গ শৃঙ্গ বলে, ভালোবাসি

 

বিকেলে পাড়া-মহল্লার দাপাদাপি

কাবাডি কাবাডি বলে, ভালোবাসি

গাছে গাছে পাতার উল্টো পিঠে পুষ্টি শুষে নিতে নিতে

ক্ষুদ্র পতঙ্গ বলে, ভালোবাসি

নীড়ের অভিমুখে ডানা মেলে দিয়ে

সন্ধ্যার বিহঙ্গ বলে, ভালোবাসি

 

লালসাদা শাড়িপরা মমতাময়ী নারী বলে, ভালোবাসি

কোর্তা গায়ে শহর-গাঁয়ের নর বলে, ভালোবাসি

 

বায়তুল মোকাররমের চিরায়ত উপস্থিতি বলে, ভালোবাসি

ঢাকেশ্বরী মন্দিরের প্রাত্যহিক ঘণ্টাধ্বনি বলে, ভালোবাসি

 

ওরা ভালোবাসে বাংলাদেশ

ওরা ভালোবাসে বঙ্গবন্ধু

ওরা সেই অনির্বচনীয় ভালোবাসার কথা বলে

মন্তব্য