kalerkantho

শুক্রবার । ৭ কার্তিক ১৪২৭। ২৩ অক্টোবর ২০২০। ৫ রবিউল আউয়াল ১৪৪২

ধকল না কাটলে প্রকাশনায় ধস নামবে

মজিবর রহমান খোকা, বিদ্যাপ্রকাশ

২৫ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেধকল না কাটলে প্রকাশনায় ধস নামবে

শুধু বইয়ের ব্যবসা নয়, সব ব্যবসাই খারাপ যাচ্ছে। এ সময় সরকারের সাপোর্ট দরকার ছিল। তা মেলেনি। তাই এখন প্রকাশনাশিল্পের খুবই খারাপ অবস্থা। গত বইমেলায় করা বিনিয়োগ এখনো ওঠাতে পারিনি। মানে, বই বের হওয়ার পর জেলায় জেলায় লাইব্রেরিতে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু সেটা হয়নি। সরকারের পক্ষ থেকেও এবার বই কেনা হয়নি। মেলায় বেশ কিছু বই পুনর্মুদ্রণ করা হয়েছিল। সেগুলোও বিক্রি করা যায়নি। আগামী বইমেলায় তো অংশ নিতেই হবে। গত বছর বইমেলায় ৪০-৪৫টা বই বের করেছি, এবার হয়তো সেটা হবে না। আমরা চাই, সরকারের যে প্রকল্পগুলো আছে সেগুলোতে বইয়ের জন্য অর্থ বরাদ্দ দেওয়া হোক। আর যে প্রকল্পগুলো ছিল সেগুলো সমবণ্টন করা হোক। মানে, মুষ্টিমেয় প্রকাশককে না দিয়ে সবার মাঝে সমবণ্টন করে দিলে সবারই উপকার হবে। কারণ এ বছর যে ধকলটা গেল সেটা যদি কাটিয়ে ওঠা না যায়, তাহলে প্রকাশনাশিল্পের ওপর ধস নামবে।

মন্তব্যসাতদিনের সেরা