kalerkantho

শুক্রবার । ৭ কার্তিক ১৪২৭। ২৩ অক্টোবর ২০২০। ৫ রবিউল আউয়াল ১৪৪২

শব্দকথা

বিশ্বজিৎ ঘোষ

১৮ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেবহুবচনের দ্বিত্বজনিত ভুল বা অপপ্রয়োগ

অনেক ক্ষেত্রেই দেখা যায়, ভাষা ব্যবহারকারী অশুদ্ধভাবে বহুবচনের দ্বিত্ব ব্যবহার করে থাকেন। এ প্রবণতা এত ব্যাপক যে কোন লেখক এ ত্রুটি থেকে মুক্ত তা খুঁজে বের করাও প্রায় দুরূহ হয়ে ওঠে। ‘সার্কভুক্ত অন্যান্য দেশগুলো’, ‘অন্যান্য প্রকাশমাধ্যমগুলো’, ‘নিম্নলিখিত সব শিক্ষার্থীগণ’, ‘কতিপয় সিদ্ধান্তবলি’, ‘দক্ষিণাঞ্চলের সব জেলাসমূহে’—এমন ধরনের বহুবচনের দ্বিত্বজনিত অপপ্রয়োগ অহরহ চোখে পড়ে। সামান্য সতর্কতাই এ ত্রুটি থেকে লেখককে মুক্তি দিতে পারে। ওপরের দৃষ্টান্তগুলোর শুদ্ধ প্রয়োগ হবে—‘সার্কভুক্ত অন্যান্য দেশ’ অথবা ‘সার্কভুক্ত অন্য দেশগুলো’, ‘অন্য প্রকাশমাধ্যমগুলো’, ‘নিম্নলিখিত সব শিক্ষার্থী’ অথবা ‘নিম্নলিখিত শিক্ষার্থীগণ’, ‘কতিপয় সিদ্ধান্ত’, ‘দক্ষিণাঞ্চলের সব জেলায়’ অথবা ‘দক্ষিণাঞ্চলের জেলাসমূহ’ ইত্যাদি। বেশ কিছুদিন হলো একটা অনুষ্ঠানে গিয়েছিলাম। অনুষ্ঠানের ঘোষক বারবার অতিথিবৃন্দের আগমনের ঘোষণা দিচ্ছিলেন এই বলে—‘অতিথিবৃন্দদ্বয় অল্প সময়ের মধ্যে এসে পৌঁছবেন।’ অতিথিবৃন্দ বললেই চলত, কিন্তু ঘোষকের তাতে তৃপ্তি নেই। তাই অতিথিবৃন্দের পরেও তিনি কোনো কিছু ভাবনা-চিন্তা না করে ‘দ্বয়’ শব্দাংশ জুড়ে দিয়েছেন। সব কর্মকর্তারা এ ধরনের একটি ভুল। কর্মকর্তারা বহুবচনবাচক, এর পূর্বে ‘সব’ শব্দ আনার কোনো প্রয়োজন নেই। এমন আর একটি অপপ্রয়োগের উদাহরণ ‘কর্তৃপক্ষগণ’। কেননা কর্তৃপক্ষ শব্দটাই বহুবচনবাচক। ‘কর্তৃপক্ষ’ শব্দের অর্থ পরিচালকগণ, নিয়ন্ত্রকগণ, শাসকগণ ইত্যাদি। অতএব, কর্তৃপক্ষ শব্দের শেষে ‘গণ’ প্রয়োগ বাহুল্য ও অশুদ্ধ।

মন্তব্যসাতদিনের সেরা