kalerkantho

সোমবার । ১৩ আশ্বিন ১৪২৭ । ২৮ সেপ্টেম্বর ২০২০। ১০ সফর ১৪৪২

আরো এক গল্প

হাবীবুল্লাহ সিরাজী

৭ আগস্ট, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেরাত বাড়ে আর গল্প ফোটে

 

দূরের অপেক্ষা নিয়ে ভোর হয়

ঋতু বোঝে পাতার বিশ্রাম,

এপাশের তাপে আর ওপাশের মাপে

একাকার উন্মুক্ত দরোজা—

বুঝি কোনো গ্রহণের তিথি এসে

প্রাণের কুসুম মোছে অদৃশ্য খেয়ালে।

 

রসায়নে সত্য নড়ে

সত্য সরে দানবের অলৌকিক ভরে

পদার্থের অঙ্গ যদি পায় দুই পিঠ

জল-স্থল-অন্তরীক্ষ তখন উল্টিয়ে

বিনাশের লাল দাগে

গণিতের ফলাফল লেখে।

 

রাত বাড়ে আর গল্প ছোটে

 

রাত শেষে গল্প নামে

 

চুম্বনের দৃশ্য নেবে বলে

শালপাতার মুখোশ পরে ঘোরে ছবিঅলা,

কোমরে ঘুঙুর আর ফুটো পয়সা বাজিয়ে

কালো গিঁট খাবি খেলে

বেজির আহ্লাদ জমে চৈত্রের শিয়রে,

চুম্বন কি আক্রোশের মূলচিত্র দেখে?

 

অরণ্য প্লাবনে ঢলে—

ভূগোলের ভাগগুলো দাপাদাপি শেষে

ইতিহাস খুলে নেয় স্বার্থের আঙুলে,

মধু মাখা মাছিদের চাকে

শ্রম আর বিত্ত যেন মুখোমুখি

কাঁটা ও কুসুম।

 

রাত শেষে গল্প ভাসে

 

এ গল্পের শুরু বহু আগে

এ গল্পের বর্তমান নেই

এ গল্পের ভবিষ্যৎ আরো

সাবানের ফেনা হওয়া এ গল্প অস্থির

একা হওয়া এ গল্প শূন্যের সূচি

ঘাতক এ গল্প বুঝি প্রকৃতির ফল।

 

এ গল্প মৃত্যুর জন্য জন্মের ঘটনা

মন্তব্যসাতদিনের সেরা