kalerkantho

শুক্রবার। ১৭ আশ্বিন ১৪২৭। ২ অক্টোবর ২০২০। ১৪ সফর ১৪৪২

বেস্ট সেলারস

১০ জুলাই, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেবেস্ট সেলারস

দ্য ভ্যানিশিং হাফ : ব্রিট বেনেট

ব্রিট বেনেটের উপন্যাস ‘দ্য ভ্যানিশিং হাফ’। এ উপন্যাসের কাহিনিতে বলা হয় আমেরিকার দক্ষিণের এক এলাকায় জন্ম নেওয়া দুই যমজ বোনের জীবনের কথা। ষোলো বছর বয়সে একজন পালিয়ে যায়। তার জীবন চলতে থাকে শ্বেতাঙ্গদের সমাজে। আরেক বোন থেকে যায় জন্মস্থানে। তাদের জীবনে ভিন্ন পারিবারিক অধ্যায় শুরু হয়। একজন তার শ্বেতাঙ্গ স্বামীর সঙ্গে, আরেকজন বাস করে তার কৃষ্ণাঙ্গ মেয়ের সঙ্গে। শ্বেতাঙ্গ স্বামী জানে না তার স্ত্রীর অতীত সম্পর্কে। ভৌগোলিক দূরত্ব আর একাধিক মিথ্যার কারণে দুজনের মধ্যে বিভাজন থাকলেও দুজনের পরিণতি এবং পরবর্তী প্রজন্ম একাত্ম হতে বাধ্য।

কামিনো উইন্ডস : জন গ্রিশাম

জন গ্রিশামের বাস্তব আর কল্পনার সমানুপাতিক উপন্যাস ‘কামিনো উইন্ডস’। ঘূর্ণিঝড় লিওর হাত থেকে নিরাপদে যাওয়ার জন্য ফ্লোরিডার গভর্নর সবাইকে বাড়িঘর ছেড়ে যেতে নির্দেশ দেন। তার পরও ঘূর্ণিঝড়ে প্রায় এক ডজন লোকের প্রাণহানি ঘটে। তাদের মধ্যে একজনের নাম নেলসন কার। পেশায় থ্রিলার লেখক। তার ক্ষত দেখে মনে হয়, ঝড়ের কারণে তার মৃত্যু হয়নি। তার মাথায় কয়েকটি আঘাতের চিহ্ন পাওয়া যায়, যেগুলো ঝড়ের কারণে হয়েছে বলে মনে হয় না। নেলসনের উপন্যাসের সন্দেহজনক চরিত্রগুলোর বাস্তব উৎস ধরে চলতে থাকে অনুসন্ধান। তার কম্পিউটারের মধ্যে পাণ্ডুলিপিতে পাওয়া যায় ভয়াবহ সূত্র।

নিউ ইয়র্ক টাইমস

মন্তব্যসাতদিনের সেরা