kalerkantho

শুক্রবার । ৩০ শ্রাবণ ১৪২৭। ১৪ আগস্ট ২০২০ । ২৩ জিলহজ ১৪৪১

শব্দকথা

বিশ্বজিৎ ঘোষ

১০ জুলাই, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেশোকের মাতম

 

লঞ্চ দুর্ঘটনা হলে পত্রিকায় অবশ্যম্ভাবীরূপে দেখা যাবে এমন সংবাদ : ‘নদীর দুই পারে শোকের মাতম চলছে।’ ‘মাতম’ আরবি শব্দ, অর্থ শোক। সহজেই বোঝা যাচ্ছে ‘শোকের মাতম’ অপ্রয়োগের দৃষ্টান্ত। উপর্যুক্ত বাক্যের অর্থ দাঁড়ায় : ‘নদীর দুই পারে শোকের শোক চলছে।’ হাস্যকর ব্যাপার। ‘মাতম’ শব্দের শুদ্ধ প্রয়োগ কখনো কখনো অবশ্য দেখা যায়। যেমন : আমরা বলি ‘মহররমের মাতম’। কাজেই শোকের পরে আর ব্যবহার করার দরকার নেই ‘মাতম’ শব্দ।

মন্তব্যসাতদিনের সেরা