kalerkantho

মঙ্গলবার । ২৭ শ্রাবণ ১৪২৭। ১১ আগস্ট ২০২০ । ২০ জিলহজ ১৪৪১

বেস্ট সেলারস

৩ জুলাই, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেবেস্ট সেলারস

দ্য সামার হাউস : ব্র্যান্ডেন

ডুবোইসও জেমস প্যাটারসন

ব্র্যান্ডেন ডুবোইস ও জেমস প্যাটারসনের যৌথ উপন্যাস ‘দ্য সামার হাউস’। রহস্য উপন্যাসটিতে দেখা যায়, দক্ষিণের এক ধনী পরিবারের বিলাসবহুল সামার হাউস মেরামতের অভাবে ভগ্নদশায় পড়েছে। এ বাড়িটির পাশেই ভয়াবহ সাত খুনের ঘটনা ঘটে। আপাত সব প্রমাণ ইঙ্গিত দেয়, সদ্য আফগানিস্তানফেরত চারজন সেনা এসব হত্যার সঙ্গে জড়িত থাকতে পারে। অভিজ্ঞ এনওয়াইপিডি পুলিশ অফিসার মেজর জেরেমিয়াহ কুক দায়িত্ব পায় খুনের রহস্য খুঁজে বের করার। কুক ও তার দলকে বোঝানোর চেষ্টা করা হয়, সব রহস্য মাটিচাপা পড়ে গেছে নিহতদের সঙ্গেই।

২৮ সামার্স : এলিন হিল্ডারব্র্যান্ড

এলিন হিল্ডারব্র্যান্ডের পঁচিশতম উপন্যাস ‘২৮ সামার্স’। মেলোরি ব্লেসিং এবং জেক ম্যাকক্লাউড নামের এক জোড়া প্রেমিক-প্রেমিকার গোপন প্রেমের চমৎকার প্রাণবন্ত কাহিনি তৈরি হয়েছে এ উপন্যাসে। বাল্টিমোরের মেয়ে ব্লেসিংয়ের সঙ্গে জেকের দেখা হয় ১৯৯৩ সালে ভাইয়ের জন্য আয়োজন করা ব্যাচেলর পার্টিতে। সেখান থেকেই দুজনের প্রেম। দুই ভুবনের মাঝে দুজনের আলাদা জীবনে বিয়ে সংসার সন্তান আসে। তবে দূরে থাকলেও বছরের বিশেষ সময়ে দেখা হয়। মাঝখানে ঘটে যায় আরো ঘটনা, যেগুলো কাহিনির বাকি অংশটুকু পূরণ করে দেয়।

নিউ ইয়র্ক টাইমস

মন্তব্যসাতদিনের সেরা