kalerkantho

বুধবার । ৩১ আষাঢ় ১৪২৭। ১৫ জুলাই ২০২০। ২৩ জিলকদ ১৪৪১

নতুন এক পৃথিবী

খোকন মাহমুদ

৫ জুন, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেমনে করো আমরা নেই, আমরা কেউ নেই

মনে করো পৃথিবীর একটি মানুষও

আর বেঁচে নেই

 

পৃথিবীও মরে গেছে সেই অর্থেই...

 

মানুষ ছাড়া আর সবাই বেঁচেবর্তে

আছে ঠিকই

পাখি, গাছ, সমুদ্র, নদী, ব্যাঙ

ডলফিন, হাঙর, কুমির

নোনা দেয়ালে দৌড়ে যাওয়া সেই সে টিকটিকি

 

পাহাড়! হ্যাঁ, পাহাড় তো আছে

নীল রঙের একটা মেঘ

সেই চেনাজানা বৃষ্টি ঝরে পড়ে

পৃথিবীর শূন্যহীন ঘরে...

 

সবই আছে, কিন্তু মানুষ নেই, মানুষ নেই, মানুষ নেই

 

তাই প্রকৃতিরও মন ভালো নেই

চারিদিকে হাহাকার আর হাহাকার

ফুল কার জন্যে ফুটবে?

পাখি কার জন্যে গাইবে?

আকাশ, শুধুই কি আকাশ?

তারা সবাই চাইল—এই পৃথিবীতে

মানুষ ফিরে আসুক আবার

 

তখন তুমি আর আমি গাছ হয়েই জেগে ছিলাম

পাখি বলল, জাগো

নদী বলল, জাগো

সমুদ্র বলল, জাগো

বৃষ্টি বলল, জাগো

প্রকৃতির সব্বাই বলল, জাগো...

 

তাইতো আমরা আবারও মানুষ হয়েই ফুটলাম

 

আমরা আবার মাটিতেই

বুনে দিলাম ঘর

যুদ্ধ নয়, হিংসা নয়, মানুষে-মানুষে কোনো বৈষম্য নয়

প্রকৃতির বিরুদ্ধে তো নয়ই

নতুন এক মানুষ,

মানুষ ও প্রকৃতির একই ঈশ্বর।

মন্তব্যসাতদিনের সেরা