kalerkantho

রবিবার । ২২ চৈত্র ১৪২৬। ৫ এপ্রিল ২০২০। ১০ শাবান ১৪৪১

ম্যাচের আগের দিন

রুদ্ধশ্বাস বয়ানে ক্রিকেটীয় উপন্যাস

মাসউদ আহমাদ
ম্যাচের আগের দিন : মোস্তফা মামুন। প্রকাশক : অনন্যা। প্রচ্ছদ : ধ্রুব এষ। মূল্য : ২৫০ টাকা

২৮ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেরুদ্ধশ্বাস বয়ানে ক্রিকেটীয় উপন্যাস

ক্রিকেট খেলা নিয়ে আবর্তিত মোস্তফা মামুনের উপন্যাস ‘ম্যাচের আগের দিন’ শুরু হয় নাটকীয় ভঙ্গিতে। স্বপ্নের ভেতরে ক্রিকেট খেলেন ফায়েজ। ফিল্ডিং দেন। দেখেন যে বোলার এমন বাজে বল করেছেন, কোনোভাবেই বাগে আনা যায় না, সোজা স্টাম্পে লেগে আউট হয়ে গেছে। তিনি জানেন, এসব স্বপ্নের কোনো মানে নেই। তবু তিনি স্বপ্ন দেখেন আর ক্রিকেট নিয়ে নানা জল্পন-কল্পনা করেন। কখনো ক্রিকেটটাকে তাঁর হাস্যকর খেলা মনে হয়। মাঠের ভেতরে ও বাইরের খেলা নিয়ে এত গবেষণা ও অ্যানালিসিস চলে, অনুশীলন ও ভাগ্যের মারপ্যাঁচ পুরো ব্যাপারটাকে তাঁর অদ্ভুত লাগে। সে এমনও ভাবে, ক্রিকেট কি শেষ পর্যন্ত ভাগ্যের বিষয়? ম্যাচের আগের দিন ফায়েজের একার নয়, খেলা নিয়ে স্বপ্ন-কল্পনা করেন চারপাশের নানা ধরনের মানুষ। অনেকে নিয়তিতাড়িত ভাবনায় মেতে থাকেন খেলার পেছনের খেলা নিয়ে।

‘ম্যাচের আগের দিন’ উপন্যাসটি মূলত বাংলাদেশ-ভারত ওয়ানডে ম্যাচের আগের দিনের কাহিনি নিয়ে গড়ে উঠেছে। খেলা শুরু হওয়ার আগে খেলার সঙ্গে যাঁরা যুক্ত, তাঁদের মধ্যে বিভিন্ন রকম প্রতিযোগিতা চলে। ম্যাচে কারা থাকবে—এটা নিয়ে যে রাজনীতি ও লবিংয়ের খেলা চলে, তারও গূঢ় রহস্য এতে তোলা আছে। আছে খেলা নিয়ে কল্পনা ও খেলার পেছনের খেলার কৌতূহল জাগানিয়া সুড়ঙ্গ। খেলোয়াড়রাও জল্পনা করেন কিভাবে খেলার পারফমরম্যান্স দিয়ে স্পন্সরশিপের বাজারে মূল্য বাড়িয়ে দেওয়া যায়? ব্যবসায়ী বাজি ধরেন, ঠিকঠাক লাইনমতো এগোলে ম্যাচ দিয়ে শতকোটি টাকাও আয় করা সম্ভব কি না? ক্রিকেট নিয়ে লেখা শ্বাসরুদ্ধকর এ বইটি নিয়ে পরিচয় করিয়ে দেওয়া গেল, এখন আসুন আমরা নিজের মতো করে বইটি পাঠ করি এবং ম্যাচের আগের দিনের তাজা আনন্দ ও উত্তেজনা উপভোগ করি।

মন্তব্যসাতদিনের সেরা