kalerkantho

মঙ্গলবার । ৫ ফাল্গুন ১৪২৬ । ১৮ ফেব্রুয়ারি ২০২০। ২৩ জমাদিউস সানি ১৪৪১

বিশ্বসাহিত্য

ডেভিড কোহেন সম্মানে এডনা ও’ব্রায়েন

রিয়াজ মিলটন

১৭ জানুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেডেভিড কোহেন সম্মানে এডনা ও’ব্রায়েন

এডনা ও’ব্রায়েন

ডেভিড কোহেন সাহিত্য পুরস্কারকে বলা হয়ে থাকে যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের নোবেল পুরস্কার। ভিএস নাইপল, সিমাস হিনি, ডরিস লেসিং, হ্যারল্ড পিন্টারসহ এ পুরস্কারজয়ী বহু লেখক পরবর্তী সময়ে নোবেল পুরস্কার পান। ১৯৯৩ সালে প্রবর্তিত ৪০ হাজার পাউন্ড অর্থমূল্যের এ পুরস্কারের জন্য একজন লেখকের সামগ্রিক সাহিত্যকীর্তি বিবেচনা করা হয়ে থাকে। ২০১৯ সালের এ পুরস্কারটি পেয়েছেন আইরিশ লেখক এডনা ও’ব্রায়েন। সম্প্রতি লন্ডনে এ অনুষ্ঠানের মাধ্যমে ‘দ্য কান্ট্রি গার্লস’ উপন্যাসখ্যাত এ লেখকের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে। প্রায় ষাট বছরের লেখক ক্যারিয়ারে এডনা লিখেছেন একাধিক উপন্যাস, ছোটগল্প, নন-ফিকশন (যার মধ্যে উল্লেখযোগ্য জেমস জয়েস ও লর্ড বায়রনের জীবনী), নাটকসহ বহু গ্রন্থ। স্বীকৃত হয়েছেন বিশ শতকের অন্যতম শক্তিশালী আইরিশ তথা ব্রিটিশ লেখক হিসেবে। ষাটের দশকে এডনার প্রথম উপন্যাস ‘দ্য কান্ট্রি গার্লস’ প্রকাশিত হয়। খোলামেলাভাবে নারী যৌনতার কথা, নারী অবস্থানের কথা তুলে ধরে লেখা এ উপন্যাস সে সময় ব্যাপক বিতর্কের ঝড় তোলে। একপর্যায়ে বইটি নিষিদ্ধ করা হয় অশ্লীলতার অভিযোগে। কিন্তু থেমে যাননি এডনা। সাহসের সঙ্গে লিখে যান ‘দ্য লোনলি গার্লস’ ও দ্য গার্লস ইন দেয়ার ম্যারিড বি-স’ নামে কান্ট্রি গার্লসের দুটি সিক্যুয়েল।

মন্তব্যসাতদিনের সেরা