kalerkantho

সোমবার। ২৭ জানুয়ারি ২০২০। ১৩ মাঘ ১৪২৬। ৩০ জমাদিউল আউয়াল ১৪৪১     

কত বিসর্জন

পারভীন রেজা

১৩ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকত বিসর্জন দিলে পরে

একটি বিজয় আসে।

কত পথ হাঁটা হয়ে গেলে

ঘরের ঠিকানা মেলে।

রক্তের নদী পেরিয়ে

মৃত্যুকে সাথি করে

আসে বিজয়, আসে স্বাধীনতা।

এই প্রশ্ন কখনো রেখো না মনে

এই ঋণ শোধ হবে না

জনম জনম সাধনাতে।

বাংলাদেশের যেকোনো সাফল্য

মনে করো না দান ও দীক্ষা

নয় কিছু কুড়িয়ে পাওয়া।

গগন ভেদিয়া—

সব হারানোর আর্তচিৎকার ছিল।

মনের ভেতর বোবা কান্নার যন্ত্রণা

যে কষ্ট জানে বীরাঙ্গনা

জানে একজন মুক্তিযোদ্ধা।

তুমি অনুভব করবে

চোখ বুঝে অবসরে।

মন্তব্যসাতদিনের সেরা