kalerkantho

বুধবার । ৫ কার্তিক ১৪২৭। ২১ অক্টোবর ২০২০। ৩ রবিউল আউয়াল ১৪৪২

হারানো প্রবাহ

মঈনউদ্দিন মুনশী

২২ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেএই আলো অন্ধকার ঝরো ঝরো মেঘ

সবুজ শস্য বুকের অলিন্দে

বাতাস ও নাম-না-জানা তারাদের আলপনা

হেঁটে যায় সীমাহীন দিগন্তে।

 

দৃষ্টির প্রান্তে নিঃসঙ্গ ভিখিরির মতো প্রাণ

তবু আশ্চর্য সব জোনাকির ঘ্রাণ

ফিরে আসে ধ্বনি অনন্ত প্রবাহ

হারানো সবুজ মাঠ দূরাগত গ্রহ।

মন্তব্যসাতদিনের সেরা