kalerkantho

বুধবার । ২৫ চৈত্র ১৪২৬। ৮ এপ্রিল ২০২০। ১৩ শাবান ১৪৪১

ন্যাশনাল বুক বিজয়ী গেইনস মারা গেছেন

১৫ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেন্যাশনাল বুক বিজয়ী গেইনস মারা গেছেন

আর্নেস্ট জে গেইনস

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যে ১৯৪৫ সালে এক ফার্মেসির মালিককে হত্যার অভিযোগে কৃষ্ণাঙ্গ কিশোর উইলি ফ্রান্সিসের মৃত্যুদণ্ডের সাজা হয়। ইলেকট্রিক চেয়ারে বসিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের সময় চেয়ারে কোনো ত্রুটির কারণে শেষ পর্যন্ত তার মৃত্যু হয় না। দুই বছর পর ফের একইভাবে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। যদিও ওই হত্যাকাণ্ডে উইলির সম্পৃক্ততা নিয়ে আজও প্রশ্ন রয়েছে। ওই ঘটনা অবলম্বনে মার্কিন ঔপন্যাসিক আর্নেস্ট জে গেইনস লেখেন ‘আ লেসন বিফোর ডাইয়িং’। ১৯৯৩ সালে প্রকাশিত সাড়া জাগানো ওই উপন্যাসের জন্য গেইনস যুক্তরাষ্ট্রের ন্যাশনাল বুক ক্রিটিকস সার্কেল অ্যাওয়ার্ড জয় করেন। পান ম্যাক আর্থার ফাউন্ডেশনের ৩৩ হাজার ৫০০ ডলারের জিনিয়াস গ্রান্ট। খ্যাতনামা এই লেখক সম্প্রতি ৮৬ বছর বয়সে মারা গেছেন। লুইজিয়ানায় জন্ম নেওয়া গেইনস ওই অঙ্গরাজ্যের অত্যন্ত সম্মানিত ব্যক্তি। গভর্নরের কার্যালয় এক টুইট বার্তায় জানায়, ‘গেইনস দক্ষিণের আফ্রিকান-আমেরিকানদের জীবনের গল্প ধরতে তাঁর প্রগাঢ় দৃষ্টি এবং সাহিত্যিক মেধা সফলভাবে কাজে লাগিয়েছেন।’ ‘আ লেসন বিফোর ডাইয়িং’ গেইনসের অষ্টম উপন্যাস।

   ► রিয়াজ মিলটন

মন্তব্যসাতদিনের সেরা