kalerkantho

বুধবার । ১৩ মাঘ ১৪২৭। ২৭ জানুয়ারি ২০২১। ১৩ জমাদিউস সানি ১৪৪২

বিশ্বসাহিত্য

বিশ্বসাহিত্য আহমেত আলতানের মুক্তি

১৫ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেবিশ্বসাহিত্য আহমেত আলতানের মুক্তি

আহমেত আলতান

অবশেষে মুক্তি পেলেন কারাবন্দি তুর্কি লেখক আহমেত আলতান। ২০১৬ সালে প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানকে উত্খাতে তুরস্কে যে অভ্যুত্থানের চেষ্টা চালানো হয়, তাতে সমর্থন দেওয়ার অভিযোগে দেশটির অন্যতম মিডিয়া-ব্যক্তিত্ব ও লেখক আহমেত আলতান এবং তাঁর ভাই অর্থনীতিবিদ ও সাংবাদিক মেহমেত আলতানকে সে বছরই গ্রেপ্তার করা হয়। আরো গ্রেপ্তার করা হয় সাংবাদিক নাজলি ইলিসাককে। ২০১৮ সালে আহমেতসহ তিনজনকেই দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। আহমেত তুরস্কের তরফ পত্রিকার এডিটর ইন চিফ ছিলেন। তাঁর গ্রেপ্তারের নিন্দা ও মুক্তির দাবি জানিয়ে কলম ধরেছিল পেন আমেরিকার পাশাপাশি এ এস বায়াট, জে এম কোয়েিজর মতো ৩৮ জন নোবেল পুরস্কারজয়ী। মুক্তির পর আহমেত বলেন, ‘আমার মুক্তি মিলেছে বটে। আমার বন্ধুরা কারান্তরে নিঃশেষ হয়ে যাচ্ছেন।’ আহমেতের কারাজীবনের স্মৃতিকথা ‘আই উইল নেভার সি দ্য ওয়ার্ল্ড অ্যাগেইন’ স্থান করে নিয়েছিল এ বছরের  যুক্তরাজ্যের নন-ফিকশনের সবচেয়ে মর্যাদাপূর্ণ বেইলি গিফোর্ড প্রাইজের জন্য মনোনীত বইয়ের দীর্ঘ তালিকায়। আহমেতের উপন্যাসগুলোর মধ্যে ‘দ্য ফোর সিজনস অব অটাম’, ‘ট্রেস অন দ্য ওয়াটার’, ‘ডেনজারাস টেইলস’, ‘দ্য লংগেস্ট নাইট’, ‘দ্য ফাইনাল গেম (সান ওয়ুন)’ ইত্যাদি উল্লেখযোগ্য।

মন্তব্যসাতদিনের সেরা