kalerkantho

মঙ্গলবার । ১২ মাঘ ১৪২৭। ২৬ জানুয়ারি ২০২১। ১২ জমাদিউস সানি ১৪৪২

মনীষার মন্দিরা

মাহফুজ রিপন

১৫ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসূর্যের মৃত্যুক্ষণে দুয়ারে দাঁড়িয়ে বাউল—

প্রতিদিন সে নয় বাড়ি যায় ভিক্ষার গান গায়।

বিষাদ সুরে খুলে যায় শত বছরের বন্ধ কপাট

 

গোর থেকে ভেসে আসে কর্পূরের ঘ্রাণ

মনীষার স্মৃতিগুলো মায়ার সুর তোলে।

           

পূর্ণিমার চাঁদ গাঢ় হলে পৃথিবী ধবল আলো পায়

ঠিক সে রাতেই সাঁই আমার উখিয়ার পথ ধরে।

           

গভীর অরণ্যে বনদেবীর পসরা পাহাড়িয়া সবুজে

বাউল অতি গোপনে একাকী ঢুকে যায় গুহার ভেতর।

 

একতারায় টুং টাং সুর তুলে গীত আরম্ভ হয়

রাত বাড়তেই থাকে কান পাতলে শোনা যায়

মনীষার মন্দিরা আর দোহারের গান।

 

এক দৌড়ে চলে যাই পাহাড় থেকে পাহাড়ে

কাছে গেলে কেউ নাই, সব যেন হাওয়াই মিঠাই 

শুধু একলা আসনে বসে আছেন পরান সাঁই।

মন্তব্যসাতদিনের সেরা