kalerkantho

অনন্ত স্মারক

হাবীবুল্লাহ সিরাজী

৯ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেআমার অধিক তুমি আমাদের একক প্রতীক...

 

মাটি থেকে উঠে আসা মানবের প্রাণ

প্রশান্ত জলের গর্ভে পরিশ্রুত স্নান

আত্মরূপে অগ্নিসত্য গৌরব মহান

অনাদি বায়ুর শর্তে মৌলিক উত্থান

অসীমের দীপ্রযোগে বাঙালির মান

 

আমার অধিক তুমি আমাদের একক লৌকিক...

 

আমার অস্তিত্ব তুমি আমাদের একক ধারক

একজনই বন্ধু তুমি বঙ্গময় অনন্ত স্মারক।

মন্তব্য