kalerkantho

শুক্রবার । ২৪ জানুয়ারি ২০২০। ১০ মাঘ ১৪২৬। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪১     

আনন্দকুসুম

সোহরাব পাশা

২১ জুন, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেক্রমাগত তৃষ্ণায় কাতর এ জীবন

শূন্যতায় আক্রান্ত সময় ভাঙছে স্বপ্নের ডানা

 

প্রিয় চিঠির প্যাকেট নিয়ে উধাও হলো পোস্টাফিস

নদীর গ্রীবায় ডোবে পথ, বাড়ে দীর্ঘ কাঁটাঝোপ

স্বপ্নছেঁড়া স্মৃতির ভেতর শুদ্ধ রূপক-প্রতীকে

নিভৃত পঙিক্তমালা, গূঢ় বৃত্তান্ত শোনে না কেউ,

নিঃস্ব ঝিমোয় হাটুরে সন্ধ্যা—

পৃথিবীর ওই পথেই রাত্রিরা ফেলে ভয়ছায়া,

 

দূরে অবিশ্বাসের তিমিরে উড়ে শরীরের ঘ্রাণ

প্রশ্রয়ের কুয়াশার নিচে ক্লান্ত বিষণ্ন পৃথিবী

দ্রুত সরে যাচ্ছে মাথা উঁচুকরা মানুষের ছায়া;

কোথাও শীতঘুম খোঁজে ক্ষিপ্র ফাগুনের উন্মাদনা

বুনো আগুন দুপুরে

 

প্রাণের গহিনে নেই সেই অগ্নিবৃষ্টি

চোখে চোখে বাসনার আনন্দকুসুম

স্বর ও ব্যঞ্জনে অপরূপ চিত্রকল্প

মন্তব্যসাতদিনের সেরা