kalerkantho

সোমবার । ২৬ আগস্ট ২০১৯। ১১ ভাদ্র ১৪২৬। ২৪ জিলহজ ১৪৪০

দুয়োরানির মুখ

আলতাফ শাহনেওয়াজ

১২ অক্টোবর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনা লেখার সময়গুলো একজন লেখক কাটান কেমন করে, আড়ালে নিজের মনে। যখন কলম শূন্য, খাতার স্তব্ধতা দীর্ঘ হয়, অলস দুপুর সব বয়ে যায় একেবারে একা, অন্তরালে বসে বসে কী ভাবেন তিনি?

লেখারও মিহিন ক্লান্তি থাকে? গ্লানি থাকে? যেমন, উপাস্যালয়ে প্রাথর্নায় দাঁড়ানোর আগে কারো কারো ঢুলুঢুলু চোখে জাগে শান্তিময় ঘুম, এসব তেমন ঘুমের ভেতর ফাঁকা মাঠে নিয়তির মতো রাজদণ্ড নিয়ে উচাটন হওয়া নাকি!

সমস্ত বিকেলবেলা শেষ হয়ে বিভীষণের গভীর রাত্রি কোথায় কেমন করে ওঠে?

 

মন্তব্য