kalerkantho

সোমবার । ২৬ আগস্ট ২০১৯। ১১ ভাদ্র ১৪২৬। ২৪ জিলহজ ১৪৪০

অসুখ

কামরুল আলম সিদ্দিকী

১২ অক্টোবর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসত্যিই তো প্যারাসিটামলে অমন জ্বর কখনোই সারে না

শুধু রক্ত থেকে ভালোবাসার ঘামগুলো বেরোতে থাকে,

চোখাচোখিতে বেহুদা চোখগুলো শরতের মেঘের মতো

                                    ফুলে-ফেঁপে ওঠে;

সে কারণেই তোমার অগ্নিগিরি চোখে চোখ ফেলতেই

নীরব ঘরের ভেতর হঠাত্ শব্দ করে ওঠে নিঃসঙ্গ ঘড়ির ধুকধুক;

স্পর্শের ঘর্ষণে রাজধানীর বৈদ্যুতিক তারে যে বিদ্যুত্

ঝলসে ওঠে, সে আগুন কি শুধু অক্সাইডবিহীন তরলে নেভে?

আসলে এই সব ব্যথা মাজার নিচে ডাই-ক্লোফেনেক পুশ করলেও 

                                    সারা জীবনের জন্য সারে না।

হাঁটতে বসতে ঘুমোতে গেলে এমনকি জীবনের শেষবেলা

স্মৃতিতীর্থে গেলেও এই সব অসুখ বারবার চাঙা হয়ে ওঠে।

মন্তব্য