<p align="left" class="body" style="text-align:left"><span style="font-size:10pt"><span style="line-height:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বসুন্ধরা শুভসংঘের নতুন পোশাক পেয়ে এবার অন্য রকম ঈদের আনন্দ ছিল সুবিধাবঞ্চিত মানুষের। দেশের বিভিন্ন অঞ্চলের ছিন্নমূল অতিদরিদ্র সুবিধাবঞ্চিত শিশু ও নারী-পুরুষদের মাঝে ঈদের আগে নতুন পোশাক বিতরণ করেছেন বসুন্ধরা শুভসংঘের বন্ধুরা। রাজধানীর মিরপুর, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি), মৌলভীবাজারের কুলাউড়া, সিরাজগঞ্জের উল্লাপাড়া, পটুয়াখালীর গলাচিপা, বগুড়ার শেরপুর ও আদমদীঘি, ময়মনসিংহের ফুলপুর ও চাঁদপুর সদর উপজেলা মিলিয়ে সহস্রাধিক শিশু ও নারী-পুরুষের মাঝে ঈদের নতুন পোশাক হিসেবে শাড়ি, পাঞ্জাবি, লুঙ্গি, থ্রি-পিস বিতরণ করা হয়েছে।</span></span></span></span></span></span></p> <p align="left" class="body" style="text-align:left"><span style="font-size:10pt"><span style="line-height:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সামিয়া, সুমাইয়া, ইকবাল</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এরা সবাই বসুন্ধরা শুভসংঘ স্কুল মিরপুর ক্যাম্পাসের শিক্ষার্থী। এই শিশুদের পরিবারের সবাই দিন আনে দিন খায়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে ঈদের নতুন জামা তাদের কাছে চাঁদ ছোঁয়ার মতো স্বপ্নের। এমন সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বসুন্ধরা শুভসংঘের আয়োজনে ঈদের নতুন জামা হিসেবে কামিজ, থ্রি-পিস, পাঞ্জাবি বিতরণ করা হয়। নতুন জামা পেয়ে হাসি ফুটেছিল শিশুদের মুখে। তাদের এই হাসিতে যেন পৃথিবী হাসে। এমনই একজন জুবায়ের। বয়স আনুমানিক ৯ বছর হবে। বসুন্ধরা শুভসংঘ স্কুলের দ্বিতীয় শ্রেণিতে পড়ে সে। নতুন জামা হাতে পেয়ে জুবায়ের বলে, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আব্বা এখনো নতুন জামা কিনে দেয় নাই। এই জামাটা পরে ঈদের নামাজ পড়তে যাব।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> সুমাইয়া বলে, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঈদের নতুন জামা পেয়ে আমার অনেক খুশি লাগছে। ঈদের দিন জামাটি পরে ঘুরতে যাব।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> মিরপুরে শিশুদের পাশাপাশি অসহায় বৃদ্ধ-বৃদ্ধাদেরও ঈদ উপহার বিতরণ করা হয়েছে। ঈদ উপহার নিতে এসে নিঃসন্তান নাজমা বেগম বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">স্বামী অনেক আগেই মারা গেছেন। গৃহকর্মীর কাজ করে সংসার চালাই। বয়সের কারণে এখন আর আগের মতো কাজ করার ক্ষমতা নাই। অন্যের দেওয়া সাহায্য-সহযোগিতা নিয়ে চলে সংসার। ঈদের জন্য নতুন শাড়ি কেনার সামর্থ্য নাই। বসুন্ধরা গ্রুপ  নতুন শাড়ি দিয়েছে। তাদের জন্য দোয়া করি। ঘরে দুইটাই কাপড় আছে, তা-ও একটা ছেঁড়া। অনেক দিন এই নতুন শাড়িডা পরতে পারমু।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></span></p> <p align="left" class="body" style="text-align:left"><span style="font-size:10pt"><span style="line-height:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মৌলভীবাজারের কুলাউড়ায় সুবিধাবঞ্চিত ৬০ শিশুকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উপহার হিসেবে নতুন জামা বিতরণ করা হয়েছে। এ সময় তাদের মুখে ছিল আনন্দের ঝিলিক। নতুন জামা পেয়ে দারুণ খুশি বিভিন্ন বয়সী পথশিশুরা। ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার ভূমি মো. মেহেদী হাসান। তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বসুন্ধরা শুভসংঘ একটি মানবিক ও স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ও উচ্ছ্বাস সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ছড়িয়ে দিয়ে পাশে থাকার জন্য আমি তাদের ধন্যবাদ জানাই। এভাবেই ভালো কাজের মাধ্যমে আমরা সমাজকে এগিয়ে নিতে পারি, যা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। বসুন্ধরা শুভসংঘ সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে উল্লাপাড়া উপজেলার শিমলা সোনাভান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অর্ধশত অসচ্ছল নারীর মাঝে শাড়ি বিতরণ করা হয়েছে। নতুন শাড়ি পেয়ে বিধবা ফেরদৌসী বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমার জামাই মইরা যাওয়ার পর ছাওয়ালেরা আমাকে দেখে না। বসুন্ধরা কাপড় দিছে, এহন ঈদ কইরবার পারব ভালোমতো।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> বসুন্ধরা শুভসংঘ গলাচিপা শাখার উদ্যোগে ৩০ জন অসহায় এতিম শিশুকে নতুন জামা দেওয়া হয়েছে। অন্যদিকে বসুন্ধরা শুভসংঘ পটুয়াখালী সরকারি মহিলা কলেজ শাখার উদ্যোগে ১০ জন অসহায় দরিদ্র নারীকে ঈদ উপলক্ষে নতুন কাপড় দেওয়া হয়েছে। বৃদ্ধ ফাতেমা বেগম (৭০) ঈদের নতুন কাপড় পেয়ে বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমি বিধবা মানুষ। মেয়ের সংসারে থাহি। দুই বছর নতুন কাপড় পরি না। আমারে বসুন্ধরা শুভসংঘ নতুন কাপড় দিছে। আল্লায় হ্যাগো আরো দেওয়ার তফিক দান করুক। আমি হ্যাগো লইগ্যা নামাজ পইড়া দোয়া করমু।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> বগুড়ার শেরপুরে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে নিম্ন আয়ের শতাধিক মানুষের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়েছে। উপজেলার শাহ বন্দেগী ইউনিয়নের সাধুবাড়ী ফাঁসিতলা সালেহা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়। এ ছাড়া আদমদীঘি উপজেলায় দুই শতাধিক মানুষকে শাড়ি-লুঙ্গি দিয়েছে বসুন্ধরা শুভসংঘ। ময়মনসিংহের ফুলপুরে শিশুদের নতুন জামা উপহার দেওয়া হয়েছে। চাঁদপুরে দুই শতাধিক সুবিধাবঞ্চিত মানুষকে নতুন কাপড় দিয়েছে বসুন্ধরা শুভসংঘ।</span></span></span></span></span></span></p> <p align="left" class="body" style="text-align:left"><span style="font-size:10pt"><span style="line-height:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাজধানীর উত্তরায় অবস্থিত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজিতে (আইইউবিএটি) বসুন্ধরা গ্রুপের সহায়তায় উত্তরা এলাকার সুবিধাবঞ্চিত শতাধিক শিশুকে নতুন জামা উপহার দিয়েছে বসুন্ধরা শুভসংঘ। পুরো কাজটি বাস্তবায়ন করেছেন বসুন্ধরা শুভসংঘ আইইউবিএটি শাখার বন্ধুরা। কেন্দ্রীয় কমিটির সভাপতি ও আইইউবিএটির প্রক্টর সাদেকুল ইসলামের নেতৃত্বে নতুন জামা কিনেছেন বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মাহতাব হোসেন নাঈম, অনামিকা সরকার প্রমুখ।</span></span></span></span></span></span></p> <p align="left" class="body" style="text-align:left"><span style="font-size:10pt"><span style="line-height:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিশ্ববিদ্যালয়ের আশপাশে উত্তরার কয়েকটি সেক্টর ও কামারপাড়া এলাকার বস্তিতে থাকা শিশুদের খুঁজে বের করেছেন তাঁরা। শিশুদের বয়স ও উচ্চতা অনুযায়ী বিভিন্ন মাপের জামা কিনে নিয়ে এসেছেন। শিশুরা ভিড় করেছিল জামা নিতে। নতুন জামা হাতে পেয়ে অনেক শিশুই খুলে দেখছিল। প্রায় প্রতিটি শিশুর সঙ্গেই এসেছেন তাদের অভিভাবকরা। সন্তানের এমন আনন্দ দেখে তাঁরাও খুব খুশি হন। জেসমিন, জান্নাতি, শামীম, মোবাশ্বিরাদের অভিভাবকরা বলেন, আমরা যেই কাজ করি, তাতে সংসারই চলে না ঠিকমতো। বাচ্চাদের জামা কিনে দেওয়ার মতো সামর্থ্য আমাদের থাকে না। সামনে ঈদ, এখনো বাচ্চাদের জন্য কিছু কিনতে পারি নাই। কিনতে পারব কি না, তা-ও জানি না। বসুন্ধরা গ্রুপ থেকে আমাদের বাচ্চাদের জন্য নতুন জামা দিছে। বাচ্চারা খুব খুশি হইছে। আমরাও খুশি হইছি। আইইউবিএটির উপাচার্য প্রফেসর ড. আব্দুর রব জানান, প্রতি ঈদেই বসুন্ধরা গ্রুপ এই বিশ্ববিদ্যালয়ের আশপাশের সুবিধাবঞ্চিত মানুষের জন্য উপহার দেয়। এবার বাচ্চাদের নতুন জামা দিয়েছে। এটা খুবই আনন্দের বিষয় এবং ভালো লাগার মতো কাজ। বসুন্ধরা শুভসংঘের মঙ্গল হোক।</span></span></span></span></span></span></p> <p align="left" class="body" style="text-align:left"> </p>