<p><span style="font-size:11pt"><span style="text-autospace:none"><span style="vertical-align:middle"><span style="line-height:115%"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">বসুন্ধরা শুভসংঘ স্কুল মিরপুর শাখার শিক্ষার্থী মনি ও আতিক। তারা যমজ ভাই-বোন দ্বিতীয় শ্রেণিতে পড়ে। মা আঙ্গুরা বেগম অন্যের বাসায় কাজ করেন। বাবা সাত্তার মিয়া সাইকেল মেকানিক। আগে এনজিও পরিচালিত একটি স্কুলে পড়াশোনা করত মনি ও আতিক। হঠাৎ স্কুলটি বন্ধ হয়ে যাওয়ায় লেখাপড়া নিয়ে বিপাকে পড়ে যান তাদের মা-বাবা। তাঁরা বসুন্ধরা শুভসংঘ স্কুলের খোঁজ পেয়ে তাদের সেখানে ভর্তি করে দেন। ভর্তির এক মাস পর নতুন ড্রেস, ব্যাগ, জুতা পেয়ে খুব খুশি এই দুই যমজ। খুশি তাদের মা-বাবাও। এত সুন্দর করে বিনা মূল্যে সন্তানদের বসুন্ধরা শুভসংঘ স্কুলে পড়াতে পেরে নিজেদের ভালো লাগার কথা জানান মনি ও আতিকের মা-বাবা। তাঁরা বলেন, যেই স্যারেরা এই স্কুলটি চালান, তাঁদের জন্য আল্লাহর কাছে দোয়া করি। এই স্কুল না হইলে বাচ্চাদের পড়াতে পারতাম না।</span></span></span></span></span></span></span></span></p>