kalerkantho

মঙ্গলবার। ৯ আগস্ট ২০২২ । ২৫ শ্রাবণ ১৪২৯ । ১০ মহররম ১৪৪৪

এ যেন এক বিশাল পরিবার

লতা সরকার, সাংস্কৃতিক সম্পাদক, কেন্দ্রীয় কমিটি

২ জুলাই, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেএ যেন এক বিশাল পরিবার

শুভসংঘের জাতীয় সম্মেলন। শুভ কাজে সবার পাশে থাকা সারথিদের আশ্চর্য এক মিলনমেলা ছিল এই সম্মেলন। শুভসংঘ এমন একটি সামাজিক সংগঠন, যেখানে মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে শান্তির দেখা মেলে। সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশের ৬৪ জেলার শুভসংঘ বন্ধুরা।

বিজ্ঞাপন

যাঁরা আনন্দ, হাসি, উল্লাসে মেতে ছিলেন দুই দিন। এ যেন এক বিশাল পরিবার, যে পরিবারের প্রত্যেকটি মানুষই একেকটি জ্বলন্ত মোমবাতি, যাঁরা প্রতিনিয়ত আলোকিত করে তোলেন দেশকে। এই সম্মেলন অনেকটা পাখির চোখে দেখা পুরো বাংলাদেশ। শুধু বাংলাদেশি নয়, এই সম্মেলনে অংশ নিয়েছিলেন শুভসংঘের অনেক বিদেশি বন্ধু। তাঁরাও আমাদের আনন্দে শামিল হন। শুভসংঘ নামের সঙ্গে জড়িত প্রতিটি মানুষের মন সত্যিই অনেক বড়। এই সম্মেলন আমাদের শিখিয়েছে কিভাবে মানুষের ভেদাভেদ ভুলে একসঙ্গে বাঁচা যায়। তৃণমূল থেকে উঠে আসা শুভসংঘ বন্ধুদের শিখিয়েছে নৈতিকতা। এই সম্মেলনে এমন বন্ধুদের আগমন হয়েছিল, যাঁরা প্রতিনিয়ত হাজারো মানুষের মুখে হাসি ফোটানোর গল্প তৈরি করেন।সাতদিনের সেরা